শেষ ওয়ানডে না খেলেই দেশে ফিরছেন সাকিব

ক্রিকেট দুনিয়া March 21, 2022 682
শেষ ওয়ানডে না খেলেই দেশে ফিরছেন সাকিব

মানসিকভাবে সময়টা খারাপ যাচ্ছে সাকিবের। মানসিক অবসাদের কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় গেলেও বর্তমানে তাঁর পরিবারের মা, শাশুড়ি, দুই কন্যা ও একমাত্র ছেলে অসুস্থ।


পরিবারের পাশে থাকতে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব। বিষয়টি নিশ্চিত হয়েছে বিডিক্রিকটাইম। আজ রাতে দেশে ফেরার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি খেলা হচ্ছে না সাকিবের। সাকিবের দেশে ফেরার ইস্যুতে জালাল ইউনুস জানান,


“সে যদি মনে করে থাকে এখানে তার উপস্থিত থাকা দরকার অবশ্যই আমরা চাইবো সে চলে আসুক। যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে টেস্টেও তো একটা প্রশ্ন চিহ্ন থাকে, সে খেলবে নাকি খেলবে না। সবকিছু নির্ভর করছে তার এখানকার পারিবারিক পরিস্থিতির ওপরে। সবকিছু চিন্তা ভাবনা করেই হয়তো সে সিদ্ধান্ত নেবে।”


সূত্রঃ বিডিক্রিকটাইম