সিরিজে সমতায় ফিরে যা বললেন দ. আফ্রিকার অধিনায়ক

ক্রিকেট দুনিয়া March 20, 2022 1,009
সিরিজে সমতায় ফিরে যা বললেন দ. আফ্রিকার অধিনায়ক

রোববার জোহানেসবার্গে ১৯৫ রানের সহজ টার্গেট তাড়ায় ৭৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। এদিন খেলা শেষে প্রোটিয়া অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, আজকের ম্যাচে দুরন্ত জয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমরা এ আত্মবিশ্বাস সিরিজের শেষ ম্যাচে অঘোষিত ‘ফাইনালে’ কাজে লাগাতে চেষ্টা করব।


সতীর্থদের অনেক জোরাজুরিতে বোলিং করেন টিম্বা বাভুমা। তার বলে সোজা ব্যাটে খেলেন আফিফ হোসেন। দ্রুতবেগে যাওয়া বলটি তালুবন্দি করতে বোলিং পজিশন থেকেই ডান দিকে ঝাঁপ দেন বাভুমা। বলটি তার আঙুলে আঘাত হানে। ব্যথায় মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক। পরে অবশ্য মাঠে ফিরে ব্যাট করেছেন।


নিজের চোট নিয়ে বাভুমা বলেন, আমার আঙুলে একটু ব্যথা হয়েছে, স্ক্যান করাতে হবে। সবাই আমাকে বল করতে অনুরোধ করেন। আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন। যে কারণে আমরা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে পেরেছি। - যুগান্তর অনলাইন