প্রথম ওয়ানডে জিতে বাংলাদেশ রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো বড্ড কঠিন। কিছুদিন আগেই তাদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সেখানে প্রথম ম্যাচে দাপুটে ক্রিকেট খেলেই জিতেছে বাংলাদেশ।
তাছাড়া এ মাটিতে প্রথম জয় বলে কথা! সব মিলিয়ে ফুরফুরে মেজাজে থাকাটাই স্বাভাবিক। এ ম্যাচ জয়ের অর্জনকে ছাপিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়ের বড় অর্জনের হাতছানি বাংলাদেশের সামনে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের উইনিং কম্বিনেশন রেখেই মাঠে নামার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমার ছিলেন বেশ কয়েকজন। ব্যাট হাতে অর্ধশতক হাঁকিয়েছেন তিনজন। ইয়াসির-লিটনের ফিফটির পাশাপাশি ৬৪ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হন সাকিব।
বোলিংয়ে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। প্রথম স্পেলে খরুচে হলেও শেষ স্পেলে চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠা ফিল্ডিংটাও খারাপ হয়নি।
দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ইয়াসির আলী এবং তামিম ইকবাল। ম্যাচের ফলে প্রভাব না রাখলেও একটি ক্যাচ ফসকে গিয়েছে আফিফ হোসেনের হাত থেকে। জোহানেসবার্গে দারুণ স্পিরিট নিয়ে নামবে বাংলাদেশ, থাকতে হবে সতর্কও।
• সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা: জানেমান মালান, অ্যাইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভন ডার ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরেইন্নে/কুইন্টন ডি কক, অ্যান্ডিলে ফাসুকায়ো, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
সূত্রঃ অনলাইন