আমাকে বল দিন, ম্যাচ ঘুরিয়ে দিবঃ মিরাজ

ক্রিকেট দুনিয়া March 19, 2022 2,451
আমাকে বল দিন, ম্যাচ ঘুরিয়ে দিবঃ মিরাজ

প্রথম চার ওভারে ৩৮ রান দিয়ে ফেলেন মেহেদী হাসান মিরাজ। এরপর তাকে বোলিং না দিয়ে বাকি চার বোলারকে নিয়মিত আক্রমণে রাখেন অধিনায়ক তামিম ইকবাল।


৩৯ ওভারের ভেতরেই শেষ হয়ে যায় সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের ১০ ওভার। দুই বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের তিনটি করে ছয়টি ওভার ছিল হাতে। প্রথম চার ওভার ওভারে ওভারপ্রতি ৯.৫ গড়ে রান দেওয়া মিরাজকে আর আনা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়।


সেই সংশয় দূর করে মিরাজ দেন আস্থা রাখার প্রতিদান। ৬১ রানে ৪ উইকেট শিকার করে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ডও গড়েন তিনি। ম্যাচশেষে অধিনায়ক তামিম শোনান মিরাজের দৃঢ় মনোবলের গল্প।


তামিম বলেন, “প্রতিটা দলেই মিরাজের মতো একটা চরিত্র থাকা দরকার। প্রথম চার ওভারে ৪০ (৩৮) রান দেওয়ার পর সে আমাকে বলে, ‘আমাকে বল দিন, ঘুরিয়ে দিব।’ এটা সব সময় কাজে আসবে না কিন্তু তার আত্মবিশ্বাস দেখে আমি খুশি।” শুধু তাই নয়, ক্যাপ্টেনের চোখে ম্যাচসেরাও মিরাজ।


বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিরাজ। ২ ছক্কায় ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি।


সূত্রঃ বিডিক্রিকটাইম