আইপিএলে মুস্তাফিজদের কোচ হলেন ওয়াটসন

ক্রিকেট দুনিয়া March 15, 2022 540
আইপিএলে মুস্তাফিজদের কোচ হলেন ওয়াটসন

গুঞ্জন ছিল আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর সহকারী কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্য হলো। আইপিএলের এবারের আসরে সহকারি কোচ হিসেবে শেন ওয়াটসনকে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।


আইপিএলে রাজস্থান, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের সঙ্গে খেলেছেন ওয়াটসন। ২০০৮ সালে রাজস্থান এবং ২০১৮ সালে চেন্নাইয়ের সঙ্গে পেয়েছেন ট্রফির স্বাদ।


নিয়োগ চূড়ান্তের পর ওয়াটসন বলেছেন, ‘আইপিএল, বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। খেলোয়াড় হিসেবে আমার স্মরণীয় কিছু স্মৃতি আছে, সবার প্রথমে ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের সঙ্গে শিরোপা জয়, যার নেতৃত্বে ছিলেন অসাধারণ মানুষ শেন ওয়ার্ন। এছাড়া বেঙ্গালুরু ও চেন্নাইয়ের সঙ্গেও দারুণ স্মৃতি আছে।’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট