বিসিবির অনুরোধে সুপার লিগের সময় বাড়ালো আইসিসি

ক্রিকেট দুনিয়া March 14, 2022 3,362
বিসিবির অনুরোধে সুপার লিগের সময় বাড়ালো আইসিসি

আইসিসি ওয়ানডে সুপার লিগের কাট অব ডেট বাড়ানো হয়েছে দেড় মাস। ২০২৩ সালের ১৫ মে পর্যন্ত সুপার লিগের ম্যাচ খেলতে পারবে ১৩ দল। আগে সুপার লিগের শেষ সময় ছিল ২০২৩ সালের ৩০ মার্চ।মূলত করোনার কারণে বেশ কিছু সিরিজ বাতিল হওয়ায় সেগুলোকে এফটিপিতে ফিট করতেই এ উদ্যোগ নেওয়া।


কারণ দলগুলোকে সুপার লিগের সিরিজ খেলতেই হবে। যদিও করোনার কারণে খুব বেশি সিরিজ পরিত্যক্ত হয়নি বাংলাদেশের। ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেনি। টাইগারদের টানা খেলা থাকায় এ বছরও হচ্ছে না সফরটি। ২০২৩ সালের মে মাসে হবে অ্যাওয়ে সিরিজটি।


এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মূলত বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের অনুরোধে বিশ্বকাপ সুপার লিগের সময় বাড়িয়েছে আইসিসি। টানা খেলা থাকায় সিরিজের জন্য সময় বের করা সম্ভব হচ্ছিল না।


এখন দেড় মাস বেড়ে যাওয়ায় আগামী বছর মে মাসে খেলা যাবে। যদিও এখন পর্যন্ত সূচি করা হয়নি। করোনার কারণে আরও কিছু দেশের সিরিজ বাকি রয়েছে। তাদেরও সুবিধা হলো এতে করে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪