অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন সাকিব আল হাসান। রবিবার রাতে দেশ ছাড়ার আগে এই অলরাউন্ডার কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সাকিব মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা জয় পেলেও দেশের ক্রিকেটের জন্য হবে বড় অর্জন।
সাকিব বলেন, 'প্রত্যাশা তো থাকবেই যেন আমরা জিততে পারি। সিরিজ জিততে পারলে খুবই ভালো। একটা ম্যাচও যদি জিততে পারি তাহলে মনে হয় ভালো সাফল্য হবে। পুরো দলেরই একই রকম লক্ষ্য থাকবে। সেভাবেই প্রস্তুতি নেব। অনেকটা স্বস্তি।
দলের সঙ্গে থাকাটা সব সময়ই ভালো ব্যাপার, মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। সামনেও হয়তো থাকতে পারলে ভালো লাগবে। দলের সঙ্গে থাকাটাই সব সময় আনন্দের ব্যাপার। আশা করি দলের জন্য সবাই একটা ভালো রেজাল্ট আনতে পারব।'
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন