মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সাকিব!

ক্রিকেট দুনিয়া March 13, 2022 3,044
মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সাকিব!

মানসিক অবসাদের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছিলেন সাকিব। বিসিবি তাকে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামও দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দক্ষিণ আফ্রিকায় টাইগারদের সফরে থাকবেন বলে নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ প্রসঙ্গেই এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে সাকিবের আ’ত্মহ’ত্যার ভাবনাটি জানালেন নাজমুল আবেদিন ফাহিম।


ফাহিম বলেন, ‘আইপিএলের বায়োবাবল থেকে আসার পর সাকিবকে দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়েছে। যেটার জন্য সাকিব একেবারে প্রস্তুত ছিল না। ওদের (সাকিব, মুস্তাফিজ) বলা ছিল, দুদিন কঠোর কোয়ারেন্টাইন করতে হবে, তারপর চলে যেতে পারবে। তবে ওকে (সাকিব) ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হয়েছিল। এটা ওর জন্য প্রথম ধাক্কা। আমি জানি, তখন ও (সাকিব) সুই’সাই’ডাল চিন্তাভাবনার মধ্যে ছিল।’


গত বছর আইপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। এবারের আসরে দলও পাননি তিনি। মনে করা হচ্ছে, আগের আসরের পারফরম্যান্স বিবেচনায়ই তাকে এবার কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি।


ফাহিম মনে করছেন, বিষয়টি সাকিবকে আঘাত করেছে। ফাহিমের ভাষ্য, ‘এমন হতেই পারে, সে নিজেকে অবমূল্যায়িত মনে করেছে (আইপিএলে দল না পেয়ে)। সেটা একটা আঘাত হতে পারে। আপনি একজন আর্টিস্ট, যেখানে আপনার জায়গা পাওয়ার দরকার ছিল, নিশ্চিত ছিলেন, তবে সেটা পাননি।’


ফাহিম আরও বলেন, ‘আপনি আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছেন। সেটা আপনাকে খারাপভাবে আঘাত করেছে, এটা হতে পারে কিন্তু। যেকোনো মানুষের হতে পারে। অনেক কারণেই অনেক কিছু হতে পারে। সাকিবের বিষয়েও এটা হতে পারে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪