আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের লক্ষ্য এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ। এই সিরিজে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। বিশেষ করে ব্যাটসম্যানদের পড়তে হতে পারে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারদের তোপের মুখে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪টি ম্যাচে জয়লাভ করলো এখনো দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। তবে টাইগার দলপতি তামিম ইকবাল জানিয়েছেন এবার অন্য কিছু করবে তার দল। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় অনেক কঠিন হবে বলে জানিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
গতকাল দলের সাথে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন তিনি। যাওয়ার আগে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, “দক্ষিণ আফ্রিকায় কাজটা কঠিন হবে। তবে আমার মনে হয়, আমরা সত্যিই ভালো করবো। ছেলেরা ভালো অবস্থায় আছে, আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো করেছে। স্রেফ আরেকটু ভালো ব্যাট করতে হবে।”
সূত্রঃ অনলাইন