টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই ইনজুরির কারণে সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে যান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরি কাটিয়ে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামবেন তিনি। তবে ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখেন নি বিসিবি।
এদিকে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সামনে বলেন বলেন গত কয়েক মাস ধরে কোনো কোচ তার সঙ্গে যোগাযোগ রাখেনি। পরে অবশ্য বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন এমন মন্তব্য করে। তাইতো প্রশ্ন উঠছে, চুক্তিতে না থাকার কারণ কি তার ‘অপরিপক্ব’ মন্তব্য?
বৃহস্পতিবার (১০ মার্চ) ২১ জনের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করে বিসিবির নির্বাচক প্যানেল। চুক্তির তালিকা থেকে সাইফুদ্দিনের বাদ পড়ার কারণ পরিষ্কার করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ‘বেফাঁস’ মন্তব্য নয়, ইনজুরির কারণেই এই সিদ্ধান্ত।
সূত্রঃ অনলাইন