বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যেসব ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া March 11, 2022 453
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যেসব ক্রিকেটার

ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারের নাম ঘোষণা করে বিসিবি। চুক্তিতে তিন ফরম্যাটেই আছেন সাকিব আল হাসান।


দীর্ঘ সময় ধরে টেস্ট খেলছেন না সাকিব। এছাড়া টেস্ট ক্রিকেট থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এরপরেও বিসিবির তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আছেন তিনি। সাকিব ছাড়াও তিন ফরম্যাটের চুক্তিতে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


গতবার কেন্দ্রীয় চুক্তিতে ২৪ জন ক্রিকেটার থাকলেও এবার আছেন ২১ জন। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি। অন্যদিকে প্রথমবারের মত চুক্তিতে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।


• কেন্দ্রীয় চুক্তির তালিকা


টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ।


শুধু টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়।


ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন।


শুধু টি-টোয়েন্টি: মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ।


সূত্রঃ অনলাইন