র‍্যাঙ্কিংয়ে সেরা ‘১০’ এ নাসুম, দেখে নিন বাকিদের অবস্থান

ক্রিকেট দুনিয়া March 9, 2022 748
র‍্যাঙ্কিংয়ে সেরা ‘১০’ এ নাসুম, দেখে নিন বাকিদের অবস্থান

অভিষেকের পর থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নাসুম। সাকিবের পাশাপাশি নাজমুল অপু বেশ কয়েকটি ম্যাচে খেললেও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে নিয়মিত সদস্য নাসুম। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেলেন এ বাঁহাতি স্পিনার।


সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে বল হাতে সফল ছিলেন নাসুম। দ্বিতীয় ম্যাচে উইকেটবিহীন থাকলেও প্রথমটিতে চার উইকেট নেন এ স্পিনার। আর তাঁতেই প্রথমবারের মতো বোলারদের র‍্যাঙ্কিংয়ে দশে ঢুকলেন তিনি।


আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৬৩৭ রেটিং নিয়ে দশে রয়েছেন নাসুম। তাছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে মুজিব এক ধাপ পেছানো তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শামসি।


ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগোলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ্‌ জাজাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ৬৩৩ রেটিং নিয়ে রোহিতকে পেছনে ফেলে ১৩তম স্থানে রয়েছেন এ ব্যাটার।


২৭-এ রয়েছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৬০ রানের সুবাধে ২৬ ধাপ এগোলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে অবস্থান করছেন তিনি।


সূত্রঃ বিডিক্রিকটাইম