আমার বয়স ৫১, এখনও ইচ্ছা হয় জাতীয় দলে খেলিঃ সুজন

ক্রিকেট দুনিয়া March 8, 2022 624
আমার বয়স ৫১, এখনও ইচ্ছা হয় জাতীয় দলে খেলিঃ সুজন

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে দুবাই যাওয়ার সময় সাকিব নিজেই সংবাদমাধ্যমকে এমনটি জানান। অথচ তার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট না খেলার কথা ছিল। পরে আইপিএলে দল না পাওয়ায় ফের সম্ভাবনা তৈরি হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন যে, সাকিব আফ্রিকায় খেলবেন। দুই ফরম্যাটের দলেই তার নাম আছে।


এদিকে, বিষয়টি অবাক করেছে সুজনকে। ক্রিকেটারদের এমন অবস্থান মানতে পারছেন না তিনি। সুজন বলেন, ‘সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওরা চারজন তো বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন ধরেই আজকে এত বড় ক্রিকেটার হয়েছে। ওদের পেছনে বাংলাদেশ ক্রিকেটের অনেক বিনিয়োগ। বাংলাদেশ দলের যখন প্রয়োজন তখন তো তাদের পাওয়ার কথা।’


‘এটা তো কারও ব্যক্তিগত দল না। পাপন ভাইয়ের দল না। এটা বাংলাদেশ দল। বাংলাদেশ দলের হয়ে খেলার মত আনন্দ তো আর কিছুতে থাকার কথা না।’


দীর্ঘদিন আগে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলা সুজন এখনও বাংলাদেশ দলের হয়ে খেলার তাড়না বোধ করেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সেই তাড়না যেন কম। সুজন তাই স্পষ্টভাবে বলে দিলেন, খেলোয়াড়দের জোর করে খেলানোর সাধ্য বোর্ডের নেই।


তিনি বলেন, ‘আমি তো কারও মনের মধ্যে যেতে পারব না। আমিই এখনও খেলতে চাই। আমার বয়স ৫১, এখনও মন চায় বাংলাদেশের জার্সি পরে খেলি। জুনিয়র একটা ছেলেকে জোর করতে পারেন।


সূত্রঃ অনলাইন