বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছিলেন যদি আইপিএলে সাকিব আল হাসান দল পান তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব আল হাসান।
আর যদি তিনি আইপিএলে দল না পান তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজের দুটোই খেলবেন সাকিব। কিন্তু শেষপর্যন্ত আইপিএলের নিলামে দল পাননি সাকিব আল হাসান। তারপর থেকেই নতুন প্রশ্ন ওঠে সাকিবকে তাহলে এখন দক্ষিণ আফ্রিকা সফরে খেলবে?
এরই মধ্যেই তিনি ঘোষণা দেন টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের জন্য ছুটে যান তিনি। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ওয়ানডে এবং টেস্ট দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সবাই হয়তো তখন মনে করেছিল সাকিবের সাথে বৈঠকে বসে সবকিছু ঠিক করেছে বিসিবি।
কিন্তু তখনই আবার তিনি আরো জানান দেন সাম্প্রতিক সময়ে ক্রিকেটে থাকতে চান না। আর সেটি নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। খোদ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এমনকি তিনি সেখানে উল্লেখ করেছেন সাকিব যদি আইপিএলে দল পেত তাহলে কি তিনি খেলতেন না। তবে সাকিব যে আগামী কয়েকটি মাস ক্রিকেট খেলতে চান না এটি পরিষ্কার। তবে এখন ভক্ত-সমর্থকদের মধ্যে একটাই প্রশ্ন সাকিব যদি এখন আইপিএলে দল পান তাহলে তিনি কি করবেন। এই প্রশ্নের জবাব অবশ্য সাকিবই দিতে পারে।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট