সোমবার নিজ বাসায় সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, 'এই টেস্ট খেলব, ওই টেস্ট খেলব না, তা তো হতে পারে না...ওর যদি খেলতেই ভালো না লাগে, তাহলে তো কিছু বলার নেই।
যাদের আমরা এত ভালোবাসি, তাদের প্রতি এখনো নমনীয় আছি। কিন্তু ওদের পেশাদার হতে হবে। তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে। তখন কারো তা পছন্দ হবে না।'
বিসিবি সভাপতি আরো বলেন, 'সাকিব যদি কোনো সিরিজে না যায়, কেউ কিছু বলবে না। আপনারা কেউ কিছু বলবেন না। কিন্তু সাকিবকে যদি কোনো সিরিজ থেকে বাদ দিই, তখন কী হবে? তখন আপনারা বোর্ডের বিপক্ষে যে হুলুস্থুলটা বাধাবেন, চিন্তা করে দেখেন।
আমি সবাইকে পরিষ্কার বলে দিয়েছি, কেউ যদি কোনো সংস্করণ খেলতে না চায়, কোনো সমস্যা নেই। তাহলে এসব করা উচিত নয়। এসব কোনোভাবেই কাম্য নয়। খেলবে না, মেনে নিয়েছি। তাহলে আগে বলে দেবে।'
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন