টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৫৬ রানের ‘সহজ’ লক্ষ্য তাড়া করতে নেমে পাত্তাই পেল না আফগানিস্তান। বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে উইকেটে দাঁড়াতে পারেননি মোহাম্মদ নবি-রশিদ খানরা।
একের পর এক অসাধারণ ডেলিভারির মাধ্যমে আফগান ব্যাটারদের নাজেহাল করেন নাসুম। বোলারদের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে ১৭ দশমিক ৪ ওভারে মাত্র ৯৪ রানেই থামিয়ে দেয় বাংলাদেশ। ৬১ রানের বড় জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা।
এদিকে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস জানালেন, সংক্ষিপ্ততম সংস্করণের ভাষাটা আস্তে আস্তে মাথায় ঢুকছে তার, ‘যদি চিন্তাধারা ঠিক থাকে তাহলে ১২০ বলে অনেক সময়।
যেহেতু খেলাটা আস্তে আস্তে বোঝা শুরু করেছি। আগে বুঝতাম না আসলে। এটা হিউম্যান ন্যাচার যে যত খেলবেন ততই বুঝবেন। আমি বোঝা শুরু করেছি, আগামীতে চেষ্টা করব যেভাবে দলকে সাহায্য করা যায়।
সূত্রঃ অনলাইন