অনুশীলনে চোট পাওয়ায় প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত মুশফিক

ক্রিকেট দুনিয়া March 2, 2022 1,212
অনুশীলনে চোট পাওয়ায় প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত মুশফিক

বুধবার (২ মার্চ) মিরপুরে অনুশীলন করছিলেন মুশফিক। নেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার শরিফুল ইসলামের একটি ডেলিভারি মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে আঘাত করে।


এরপর আর অনুশীলন চালিয়ে যেতে পারেননি মুশফিক। ব্যথা নিয়ে দ্রুতই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। বিডিক্রিকটাইমকে মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।


দলীয় সূত্র জানায়, ‘মুশফিকের এক্সরে করানো হয়েছে। কোনো ফ্র্যাকচার নেই, তবে ব্যথা আছে। বুড়ো আঙুলে এসে বলটা লেগেছে। পর্যবেক্ষণে আছে। ম্যাচের আগপর্যন্ত কী হয় দেখা যাক।’


ফ্র্যাকচার না হলেও ব্যথা থাকায় মুশফিককে নিয়ে তাই শঙ্কা থাকছেই। আগামী ৩ মার্চ দুপুর ৩টায় মাঠে গড়াবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ মার্চ।


সূত্রঃ বিডিক্রিকটাইম