কাল প্রথম বল থেকেই চার-ছক্কা মারবোঃ মাহমুদউল্লাহ

ক্রিকেট দুনিয়া March 2, 2022 1,030
কাল প্রথম বল থেকেই চার-ছক্কা মারবোঃ মাহমুদউল্লাহ

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জয়ের লক্ষ্য নিয়ে নামবে টাইগাররা। এদিকে আজ সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পেলেও হাসেনি রিয়াদের ব্যাট। সিরিজের তিন ম্যাচে ৬৯ বল খেলে মাত্র একটি বাউন্ডারি হাঁকান রিয়াদ। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা।


বুধবার (২ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলতেই মেজাজ হারান তিনি। ওয়ানডেতে কচ্ছপ গতির ব্যাটিং করেছেন তিনি। টি-টোয়েন্টিতে এর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ, প্রথম বল থেকেই চার-ছক্কা মারার চেষ্টা করবো।


ব্যাটিংয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ সময়ে দুইটি ক্যাচ মিস করেন রিয়াদ। এ নিয়ে তিনি বলেন, চেষ্টা করবো ভালো ফিল্ডিং করার। ওয়ানডে সিরিজে সেরাটা দিতে পারিনি। চেষ্টা করবো টি-টোয়েন্টিতে দলের প্রত্যাশা মেটানোর।


প্রসঙ্গত, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়।সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ।


সূত্রঃ অনলাইন