

আসন্ন টি-টোয়েন্টি সিরিজ জিততে পারলে টাইগাররা আফগানদের টপকে যাবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। বর্তমানে বাংলাদেশের অবস্থান র্যাংকিংয়ের ৯ম স্থানে (রেটিং ২৩১)। আফগানিস্তান আছে এক ধাপ এগিয়ে, ৮ম স্থানে (রেটিং ২৩২)।
দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে বাংলাদেশ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে উঠে আসবে ৮ম স্থানে। আফগানদের রেটিং হবে ২২৭, যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।
যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা।
২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান তখন উঠে যাবে ৭ম স্থানে। এই সিরিজ তাই আফগানিস্তানের জন্যও র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
সূত্রঃ বিডিক্রিকটাইম









