নতুন করে এক বছর বাড়ছে নির্বাচক নান্নুদের মেয়াদ!

ক্রিকেট দুনিয়া February 28, 2022 452
নতুন করে এক বছর বাড়ছে নির্বাচক নান্নুদের মেয়াদ!

ক্রিকেট দলের নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ শেষ হলেও তাদের আরও কিছু দিন কার্যক্রম চালিয়ে যেতে বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই সময়সীমা বেড়ে হচ্ছে এক বছর।


এদিকে নির্বাচক প্যানেলের জন্য সাবেক এই দুই অধিনায়কের ওপরই আস্থা রাখছে বিসিবি। তাই দুজনের সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হচ্ছে। গণমাধ্যমকে এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নান্নু ও বাশারের চুক্তির মেয়াদ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা আসবে খুব শীঘ্রই।


এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সিরিজ চলছে বলে না, পরবর্তী নোটিশ পর্যন্ত তারা দায়িত্বে থাকছে। চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।


খুব শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে তাদের চুক্তি কতদিন বাড়ানো হবে। যেহেতু সিদ্ধান্ত হয়নি, আমাদের মধ্যে শুধু আলাপ-আলোচনা হয়েছে তারা সেদিন (নির্দিষ্ট একটা সময়) পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবে। এ কারণেই তারা বহাল আছে।’


এদিকে দল নির্বাচনের গুরুদায়িত্বে এক দশক ধরে আছেন নান্নু ও বাশার। ২০১১ সালে আকরাম খানের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন তারা। ২০১৬ সালে নান্নু প্রধান নির্বাচকের দায়িত্ব পান। - অনলাইন