

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই আফগানিস্তানকে প্রথম দুই ম্যাচে হারিয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তামিম ইকবালের দল।
এবার বাংলাদেশের সামনে হাতছানি পাকিস্তানকে সরিয়ে আইসিসি ওয়ানডে র্র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে ওঠার।আগামীকাল সোমবার চট্টগ্রামে চৌধুরীর জহুর আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে টাইগাররা।
এই ম্যাচে জয়লাভ করতে পারলে প্রথমবারের মতো আফগানিস্তানকে বাংলাওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। সেইসাথে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানকে সরিয়ে ওয়ানডে র্র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানের সমান ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট









