দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে খেলতে গেলো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া February 27, 2022 550
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে খেলতে গেলো অস্ট্রেলিয়া

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ২৪ বছর পর পাকিস্তানে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রবিবার ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছেছে অজি দল। এরপর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হোটেলে পৌঁছে তারা।


যাত্রাকালের একটি ছবি টুইটারে পোস্ট করে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ লিখেছেন ‘পাকিস্তানে পৌঁছে গেলাম।’ একদিন আইসোলেশনে থাকবে অস্ট্রেলিয়া দল। এরপর সোমবার থেকেই নেমে যাবে অনুশীলনে।পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে অস্ট্রেলিয়া।


১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবারের সফরে তারা পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। রঙ্গিন পোশাকের চারটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। - কালের কন্ঠ