শেষ ওয়ানডে না খেলে পাকিস্তান যাচ্ছেন রশিদ খান

ক্রিকেট দুনিয়া February 26, 2022 1,040
শেষ ওয়ানডে না খেলে পাকিস্তান যাচ্ছেন রশিদ খান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়ে বসেছে আফগানিস্তান। এবার তাদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। আগামী ২৮ ফেব্রুয়ারি সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুইদল।


এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দলের সেরা তারকা রশিদ খানকে পাবে না আফগানিস্তান। শেষ ওয়ানডে না খেলেই পাকিস্তান চলে যাচ্ছেন তিনি। মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স। এ কারণে ফাইনাল খেলতে পাকিস্তান যাবেন তিনি।


পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে না খেলে পিএসএলের ফাইনালে খেলবেন রশিদ খান।


গত রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পিএসএলের ফাইনালের টিকিট কাটে লাহোর। আগামীকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) ফাইনালে মুলতান সুলতান্সের বিপক্ষে লড়বে লাহোর। এই ম্যাচেই রশিদ খান খেলবেন বলে শোনা যাচ্ছে।


এর আগে গত ২০ ফেব্রুয়ারি পিএসএল ছেড়ে বাংলাদেশে আসেন রশিদ। বাংলাদেশে এসে আফগান দলের ক্যাম্পে যোগ দেন তিনি। পিএসএল ছেড়ে আসার সময় লাহোরের সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান তিনি।


সূত্রঃ অনলাইন