স্পোর্টসম্যানশিপ পরিচয় দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সাকিব

ক্রিকেট দুনিয়া February 26, 2022 2,674
স্পোর্টসম্যানশিপ পরিচয় দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সাকিব

পারফরমেন্সের কারণে এর আগে ক্রিকেট বিশ্বের অনেক প্রশংসা কুড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অন্য ভূমিকায় দেখা গেছে সাকিব আল হাসানকে।


বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আফগানিস্তানের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান রহমত শাহ এবং নাজিবুল্লাহ জাদরান। একটি সময় দুইজনের বেশ স্বাচ্ছন্দে খেলছিলেন।


কিন্তু ইনিংসের ১৭তম ওভারে রহমত শাহ রান আউটের আবেদন করে বাংলাদেশ। ‌ শাকিবের বলে নাজিবউল্লাহর শট ছুটে যায় নন স্ট্রাইকিং প্রান্তের দিকে, অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন রহমত শাহ। কিন্তু সাকিবের হাত স্পর্শ করে বল লেগে যায় স্ট্যাম্পে। অন ফিল্ড আম্পায়াররা দ্বিধায় থাকায় সিদ্ধান্ত জানানোর দায়িত্ব নেন তৃতীয় আম্পায়ার।


তৃতীয় আম্পায়ার কিছুক্ষণ পর্যালোচনার পর আউটের সংকেত দেন। তবে বলটি সাকিবের হাতে লেগেছে কিনা সেটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। যদিও তৃতীয় অ্যাম্পিয়ার সেটিকে আউট বলেই ঘোষণা করেন এবং আম্পায়ারের সিদ্ধান্ত মেনে রহমত শাহ প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকেন।


তখন সবাইকে অবাক করে দেন সাকিব আল হাসান। সাকিব জানান- বল হাতে হাতে স্পর্শ করেছে কি না তা তিনি নিশ্চিত নন। এতে তৃতীয় আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। জীবন পান রহমত। শাকিবের এমন সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। সেই সাথে তার প্রশংসা করেছেন অনেকেই।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট