আমরা এক নম্বর স্পিন অ্যাটাক, তাই বাংলাদেশ পেস উইকেট বানিয়েছেঃ গুরবাজ

ক্রিকেট দুনিয়া February 26, 2022 641
আমরা এক নম্বর স্পিন অ্যাটাক, তাই বাংলাদেশ পেস উইকেট বানিয়েছেঃ গুরবাজ

চট্রগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। স্বভাবতই এখানে স্পিনাররা বেশি সুবিধা করতে পারছেন না। বরং পেসাররা পাচ্ছেন উল্লেখযোগ্য সাফল্য।


আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ মনে করেন, আফগানিস্তানের ধারাল স্পিন আক্রমণের কারণেই স্বাগতিক বাংলাদেশ পেস-বান্ধব উইকেট বানিয়েছে।


একইসাথে নিজেদের স্পিন অ্যাটাককে বিশ্বসেরা মনে করেন গুরবাজ। তিনি বলেন, ‘তারা জানে আমরা এক নম্বর স্পিন অ্যাটাক, তাই উইকেট বানিয়েছে পেসারদের জন্য।


এটা বাংলাদেশের হোম সিরিজ, তাই আমরা আমাদের স্পিন-বান্ধব উইকেট আশাও করছি না। আসল জিনিস হল, আমরা আজ ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করিনি। স্পিন বা পেস বড় কথা নয়, আরও বেশি সময় ধরে ব্যাট করতে হবে।’


সূত্রঃ বিডিক্রিকটাইম