আমাদের ভবিষ্যৎ অতটা খারাপ না, যতটা ভেবেছিলামঃ পাপন

ক্রিকেট দুনিয়া February 24, 2022 485
আমাদের ভবিষ্যৎ অতটা খারাপ না, যতটা ভেবেছিলামঃ পাপন

প্রথম ওয়ানডে গতকাল আফগান বাহাতি পেসার ফজলে হক ফারুকীর বিধ্বংসী বোলিংয়ে দলীয় ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ (৮১*) ও আফিফ হোসেন (৯৩*) ১৭৪* রানের (২২৫ বলে) হার না মানা রেকর্ড গড়া জুটিতে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়।


ম্যাচ শেষে জয়ের দুই নায়কের স্তুতি গাইলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘দুজন যেভাবে স্বাচ্ছন্দ্যে খেলে গেল, কোনো ঝুঁকি না নিয়ে। আত্মবিশ্বাসে ভরপুর। ওদের দেখে মনে হয়নি নার্ভাস। যেসব শট খেলছিল, সত্যিই ঘাবড়ে গিয়েছিলাম। তবে যত সময় যাচ্ছিল, বিশ্বাসটা জোরালো হচ্ছিল, ওরা থাকলে জেতা যাবে। অসাধারণ ইনিংস খেলেছে আফিফ-মেহেদী।’


এদিকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পাপন, ‘যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম, এটাকে সামাল দেওয়ার মতো সাহস ও জয়ের দৃঢ়তা আমাদের দুই ইয়াং স্টার যেভাবে দেখিয়েছে, তা অসাধারণ। তাই আমি মনে করি, আমাদের নতুন প্রজন্মের যেসব খেলোয়াড় আছে, তাদের জন্য ভালো খবর। আমাদের ভবিষ্যৎ অতটা খারাপ না, যতটা ভেবেছিলাম।’


সূত্রঃ অনলাইন