বাংলাদেশের যেকোন গুরুত্বপূর্ণ জয়ের শেষে প্রায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর কথার ফাঁকে দেন ভেতরের অনেক তথ্যও। এই যেমন চট্টগ্রামে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের দিনে তিনি বললেন একাদশে এই দুজনের থাকাও অনিশ্চিত ছিল।
তিনি বলেন, ‘আমি এটা (আফিফ-মিরাজের অবদানে জয়) এখন নামার সময় বলছিলাম। পরশু দিনও কিন্তু এরা খেলবে যে এই জিনিসটা নিশ্চিত ছিল না। স্কোয়াডে এরা খেলবে কী না এটা কোনো নিশ্চয়তা ছিল না। এখানে অন্য নামও ছিল। কিন্তু অপশন তো আমাদের আছে। তবে চিন্তা করছি যদি এরা না খেলতো কী হতো!’
সূত্রঃ স্পোর্টসজোন২৪