প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকেই মিরাজ-আফিফের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। এমন একটি ম্যাচ এভাবে হারায় দারুণ হতাশা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক।
আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি বলেন, আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কোনো সুযোগ ছাড়াই খুব ভালো খেলেছে, যা ছিল অবিশ্বাস্য।
হাশমতুল্লাহ শহীদি বলেন, ফজল যেভাবে শুরু করেছিল তা সত্যিই অভূতপূর্ব। তবে এটি ছিল মাত্র শুরু। সামনে আরও দুটি খেলা বাকি আছে। সেখানে আমরা ফিরে এটি ফিলআপের চেষ্টা করব।
আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। - যুগান্তর অনলাইন