আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া February 23, 2022 545
আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি।


আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে পেস সহায়ক উইকেট করেছে বাংলাদেশ। আর সেইজন্য একাদশে দেখা যাবে তিন পেসার। তিন পেসারের সাথে এক স্পেশালিষ্ট স্পিনার হিসাবে থাকবে মেহেদী হাসান মিরাজ। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবেন তাদের সাথে।


অন্যদিকে ওপেনিং অধিনায়ক তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। তারপর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আফিফ হোসেন। এছাড়া অভিষেক হতে পারে ইয়াসির আলি রাব্বির। সেক্ষেত্রে একাদশে জায়গা হারাবেন নাজমুল হাসান শান্ত।তিন পেসারের ক্ষেত্রে এগিয়ে থাকবেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন।


আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪