বাংলাদেশ সফরে আফগানিস্তানের স্পন্সর হলো সাকিবের প্রতিষ্ঠান

ক্রিকেট দুনিয়া February 22, 2022 740
বাংলাদেশ সফরে আফগানিস্তানের স্পন্সর হলো সাকিবের প্রতিষ্ঠান

সম্প্রতি সাকিবের মালিকানায় শুরু হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের যাত্রা, যারা আফগানিস্তান জাতীয় দলের স্পন্সর হিসেবে কাজ করছে। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আফগানিস্তান জাতীয় দল এখন চট্টগ্রামে।


পুরো সফরজুড়ে আফগানিস্তানের টিম স্পন্সরের ভূমিকায় থাকবে মোনার্ক মার্ট। আফগানদের জার্সিতে বাংলায় মোনার্ক মার্টের লোগো ব্যবহৃত হচ্ছে।


সাকিব আল হাসানের মালিকানায় গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, যার চেয়ারম্যানের ভূমিকায় আছেন সাকিব নিজে।


সূত্রঃ বিডিক্রিকটাইম