আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের নতুন জার্সি উন্মোচন

ক্রিকেট দুনিয়া February 22, 2022 1,048
আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের নতুন জার্সি উন্মোচন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। আসন্ন সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে আফগান ও টাইগাররা।


এদিকে এই সিরিজকে সামনে রেখে টাইগারদের জার্সি উন্মোচন হয়েছে। নতুন জার্সি পরে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশের জার্সি নিয়ে প্রায়ই কম বেশি সমালোচনা হয়। কখনো দেশের নাম না থাকা, দেশের নামের চেয়ে স্পন্সরের নাম বড় থাকা নিয়ে সমালোচনা কম হয়নি।


উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো সকাল ১১টা থেকে শুরু হবে।


ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাবে দুই দল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল। ম্যাচগুলো বিকাল ৩টা থেকে শুরু হবে।


সূত্রঃ অনলাইন