দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সদ্য টেস্ট অধিনায়ক কামিন্স আগেই ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান সফরে তিনি পূর্ণ শক্তির দল নিয়ে যাবেন। আর হলো-ও তাই। তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে আছেন সব ক্রিকেটারই। তবে ব্যতিক্রম ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দলে।
তিন ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর সেই দলে নেই প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজলউড ও মিচেল স্টার্কের মতো ক্রিকেটাররা। অবশ্য ম্যাক্সওয়েল থাকবেন না তা আগেই জানিয়েছেন তিনি। মূলত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন শুরু হতে পারে আইপিএল।
যে কারণে হয়তো সীমিত ওভারের ফরম্যাটে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। অবশ্য আইপিএল ঠিক কবে নাগাদ শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে গুঞ্জন আছে মার্চের শেষের দিকে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআইকে চাপ দিচ্ছে স্টার স্পোর্টস।
আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। তিন ম্যাচের টেস্ট শেষে ২৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, শেষ হবে ২ এপ্রিল। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি হবে ৫ এপ্রিল। সীমিত ওভারের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল –
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসব বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রেভিড হেড, জস ইংলিশ, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
সূত্রঃ বিডিক্রিকটাইম