প্রথম বারের মত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন মুনিম শাহরিয়ার। বিপিএলের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। যদিও জাতীয় দলে আসছে তাকে পার করতে হয়েছে কঠিন পথ।
ঢাকা প্রিমিয়ার লিগের পর নির্বাচকদের নজরে আসেন মুনিম শাহরিয়ার। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পাননি তিনি। তবে শেষ পর্যন্ত খালেদ মাহমুদ সুজনের জন্য বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার সুযোগ পান মুনিম শাহরিয়ার।
তবে সেখানেই শেষ নয়! বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচে একাদশে সুযোগ পারছিলেন না তিনি। তবে বিপিএলের মাঝপথে তাকে একাদশে সুযোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। আর সুযোগ পেয়ে সেটিকে সদ্ব্যবহার করেছেন মুনিম শাহরিয়ার।
নির্ভীক, আগ্রাসন, নিখুঁত টাইমিং, প্লেসমেন্ট, আত্মবিশ্বাস ব্যাটিং করেছেন বিপিএলে। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন তিনি। তবে স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো (১৫২)। ছোটবেলা থেকে জাতীয় দলের খেলার স্বপ্ন দেখতেন তিনি।
তবে অন্যদের মতো হারিয়ে যেতে চান না মুনিম শাহরিয়ার। পাকাপাকিভাবে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তিনি বলেন, “এখন স্কোয়াডে সুযোগ পেয়েছি, যদি ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে জায়গাটাকে ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে। আমি আসলে আর হারিয়ে যেতে চাই না। কারণ জানি জায়গাটা ধরে রাখা আরও বেশি কঠিন।”
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট