আফগানিস্তানের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া February 21, 2022 1,572
আফগানিস্তানের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করলো বিসিবি

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে সবচেয়ে বড় চমক বরিশালের হয়ে বিপিএলে দারুণ পারফরম্যান্স করা মুনিম শাহরিয়ার।


বিপিএলের অষ্টম আসরে সাকিব আল হাসানের চোখে সবচেয়ে বড় প্রাপ্তি তরুণ মুনিম শাহরিয়ারের ব্যাটিং। ফরচুন বরিশালের জার্সিতে সাকিবের নেতৃত্বেই খেলেছেন মুনিম। ডানহাতি এ ওপেনারের ব্যাটিং নজর কেড়েছে সবার। ওপেনিংয়ে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন ২৩ বছর বয়সী এ ব্যাটসম্যান।


বিপিএলে ৬ ম্যাচে ১৭৮ রান রান করেছেন মুনিম। পাওয়ার প্লে’র সঠিক ব্যবহার করেছেন তিনি ঝড়ো ব্যাটিংয়ে। যদিও শুরুতে দলই পাননি তিনি। পরে বরিশাল তাকে দলভুক্ত করে। প্রথম ম্যাচে ১ রান করলেও পরের ম্যাচগুলোতে নিজেকে চিনিয়েছেন তিনি।



বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

মাহমুদ উল্লাহ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শোখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪