আফগানিস্তান সিরিজে মাঠে থাকবেন দর্শক, ফিরছে ডিআরএস

ক্রিকেট দুনিয়া February 20, 2022 516
আফগানিস্তান সিরিজে মাঠে থাকবেন দর্শক, ফিরছে ডিআরএস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ২৩ ফেব্রুয়ারী মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। আসন্ন সিরিজকে সামনে রেখে দর্শকদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসে আফগানিস্তান সিরিজ দেখার সুযোগ পাবেন দর্শকরা। এছাড়াও সিরিজে থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস।


রোববার (২০ ফেব্রুয়ারি) সিরিজের স্পন্সরশিপ ঘোষণার অনুষ্ঠানে ডিআরএস ও মাঠে দর্শক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।


করোনা মহামারির কারণে আফগানিস্তান সিরিজের ম্যাচে অল্প সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থাকতে পারবেন। চট্টগ্রাম ৪ হাজার ও ঢাকায় ৫ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকার অনুমতি পাবেন। করোনা পরিস্থিতির কারণে বিপিএলের শেষ চার ম্যাচে মাঠে ৪ থেকে ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পেয়েছিলেন।


এ প্রসঙ্গে টিটু বলেন, আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৪-৫ হাজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি ছিল। আমরা চাচ্ছি মাঠে ৫০ ভাগ দর্শক যেন থাকে। এ বিষয়ে আমাদের মাননীয় বোর্ড সভাপতি প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন।


ডিআরএস নিয়ে তিনি বলেন, বিপিএলের শেষের দিকে ডিআরএস থাকার কথা ছিল। আমাদের কাছে যন্ত্রাংশ থাকলেও যারা ডিআরএস পরিচালনা করে তারা ছিলেন না। এ কারণে বিপিএলের ডিআরএস ব্যবহার করা যায়নি। তবে আফগানিস্তান সিরিজে ডিআরএসের ব্যবহার দেখা যাবে।


উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।


এরপর চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাবে দুই দল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল।


সূত্রঃ বিডি২৪ রিপোর্ট