সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চট্টগ্রাম গেলো টাইগাররা

ক্রিকেট দুনিয়া February 20, 2022 532
সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চট্টগ্রাম গেলো টাইগাররা

পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এখন সাকিব-তামিমদের সামনে আন্তর্জাতিক ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে।


আসন্ন সিরিজকে সামনে রেখে আজ চট্টগ্রামে পৌঁছেছে তামিম ইকবালের দল। তবে দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তারা আগামীকাল দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানা গেছে।


এদিকে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে দেশে পৌঁছেই দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অন্যদিকে করোনামুক্ত না হওয়ায় চট্টগ্রামে যেতে পারেননি টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। আইসোলেশনে রয়েছেন তিনি।


উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।


এরপর চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাবে দুই দল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল।


সূত্রঃ অনলাইন