বিসিবি থেকে সুখবর পেতে যাচ্ছেন মুনিম শাহরিয়ার

ক্রিকেট দুনিয়া February 20, 2022 390
বিসিবি থেকে সুখবর পেতে যাচ্ছেন মুনিম শাহরিয়ার

বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বরিশালের হয়ে খেলা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মুমিন।


এদিকে, আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের স্কোয়াডে মুনিমের থাকার সম্ভাবনা অনেক বেশি। তাঁর স্কোয়াডে থাকার কিছুটা আভাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।


আজ শনিবার ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে যার বিপিএল, বিসিএল , এনসিএলে ভালো করেছেন তাদেরই রাখা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প।


কিন্তু বিপিএলে আলোচনায় থেকেও বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে রাখা হয়নি মুনিমকে। যেহেতু তাকে স্কোয়াডে রাখা হয়নি তাহলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখতে পারে বিসিবি। - স্পোর্টসজোন২৪