চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিল গোল বন্যায় ভাসালো প্যারাগুয়েকে। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে গিয়ে ড্র করলেও এদিন প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসায় তারা।
বুধবার (২ ফেব্রুয়ারি) ব্রাজিলের নিজের মাঠ বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ৪-০ গোলে জয়ের পথে সেলেসাওদের হয়ে গোল পেয়েছেন রাফিয়ান, ফিলিপ কুতিনহো, আন্তোনি ও রদ্রিগো। গত জুনে প্রথম দেখায় প্যারাগুয়ের মাঠে ২-০ গোলে জিতেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির বিপক্ষে টানা চার ম্যাচ জিতল ব্রাজিল। আর এ হারে কাতার বিশ্বকাপে খেলার সব আশা শেষ হয়ে গেল প্যারাগুয়ের।
পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য করা ব্রাজিল দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত। যদি না ভিএআরে রাফিনিয়ার গোলটি বাতিল না হতো। তবে তাকে গোলের জন্য খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে প্যারাগুয়ে রক্ষণকে নাকানিচুবানি খাইয়ে গোলটি করেন তিনি। মার্কুইনহোসের বাড়ানো বল নিয়ে তিন প্যারাগুইয়ান ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি। সেই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছে ব্রাজিল।
বিরতির পরেও আধিপত্যটা ধরে রেখেছিল ব্রাজিল। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিলেন নেইমারের দশ নম্বর জার্সি পরে খেলতে নামা লুকাস পাকেতা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ তিনি।
৬২ মিনিটে কুতিনহোর গোলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রায় ৩০ গজ দূর থেকে তার নেয়া শট প্যারাগুয়ে গোলরক্ষক নাগালেই পাননি। বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দেয়া এই মিডফিল্ডার ২০২০ সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে গোল পেলেন। সেবার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছিলেন তিনি।
এরপর ৮৬ থেকে ৮৮, তিন মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে বড় জয় প্রায় নিশ্চিত করে স্বাগতিকরা। এভেরতন রিবেইরোর পাস ধরে বাঁ পায়ের শটে দূরের পোষ্টে দিয়ে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের বদলি নামা আন্তোনি।
৮৬ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি ছিল দেখার মতোই। ডান প্রান্ত থেকে অ্যান্তোনিও প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শট নেন দূরের পোস্টে। সেটি গোলরক্ষকে ফাঁকি দিয়ে গিয়ে আছড়ে পড়ে জালে।
ম্যাচের ৮৮ মিনিটে আগের গোলদাতা অ্যান্তোনিও সঙ্গে সঙ্গে বলটা বাড়ান বক্সে সেখানে থাকা ব্রুনো গিমারেস এগিয়ে আসতে থাকা গোলরক্ষককে বোকা বানিয়ে বলটা স্কয়ার করেন গোলমুখে থাকা রদ্রিগোর উদ্দেশে। সেখান থেকে গোল করতে কোনো সমস্যাই হয়নি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। তাতেই ৪-০ গোলের বিশাল এক জয় তুলে নেয় ব্রাজিল।