বাংলাদেশ জাতীয় দলে স্টিভ রোডসের অধ্যায় এখন পুরোনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে আরেকবার বাংলাদেশে কাজ করার সুযোগ হয়েছে তাঁর। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন রোডস।
একই দলে খেলছেন মুস্তাফিজুর রহমান। গেল কয়েকদিন কাজ করেই মুস্তাফিজের মধ্যে ব্যাপক পার্থক্য দেখতে পাচ্ছেন রোডস। তাঁর মতে মুস্তাফিজ এখন আরো ভালো বোলার।
কুমিল্লার প্রথম দুই ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়ে রোডসের ভাষ্য, ‘আমরা সবাই জানি ফিজ কী করতে পারে। তবে আমি যখন এখানে ছিলাম, সেই সময় থেকে এখন ওর মধ্যে পার্থক্য দেখছি। সে এখন আরও ভালো বোলার, কারণ ওয়ানডে ক্রিকেটের জন্য সে কিছু ব্যাপারে উন্নতি করেছে।‘
মুস্তাফিজের পাশাপাশি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসকেও প্রশংসায় ভাসালেন রোডস। তিনি বলেন, ‘ইমরুল দলকে খুব ভালো নেতৃত্ব দিয়েছে। প্রথম ম্যাচেও তার অধিনায়কত্ব ছিল দারুণ। আমার মনে হয়, অধিনায়ক হিসেবে সে পরিণত হয়ে উঠছে। এটা ভালো আভাস, সত্যিই ভালো আভাস। তবে এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে, দল ও সমর্থকদের জন্য এটিই গুরুত্বপূর্ণ বার্তা। মাটিতে পা রাখতে হবে। এখনও অনেক দূর যেতে হবে এই প্রতিযোগিতায়।’
২০১৮ সালের জুন মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেটে দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ পান রোডস। পরের বছর বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর আচমকাই চাকরি হারাতে হয় ইংলিশ কোচকে। বিশ্বকাপ শেষে অনেকটা নীরবেই বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলে দেন এ ইংলিশ কোচ। দুই বছর পর এবার ফের বাংলাদেশে পা পড়ল রোডসের।