বিপিএলে শেষ মুহুর্তে বড় চমক সিলেট সানরাইজার্সের

বিপিএল ২০২২ নিউজ January 15, 2022 2,437
বিপিএলে শেষ মুহুর্তে বড় চমক সিলেট সানরাইজার্সের

বিপিএলের প্লেয়ার ড্রাফটে খুব একটা চমক দেখাতে পারেনি সিলেট সানরাইজার্স। মধ্যমানের ক্রিকেটারদের নিয়েই দল সাজায় তারা। তবে বিপিএল শুরুর আগ মুহুর্তে বড় চমক দেখালো ফ্র্যাঞ্চাইজিটি। শেষ সময়ে তারা দলে ভেড়ালো উইন্ডিা দুই তারকা ক্রিকেটার লিন্ডল সিমন্স ও ডেভন থমাসকে।


নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে দুই তারকাকে দলে ভেড়ানোর খবর জানায় সিলেট।


বিশ্ব ক্রিকেটের সুপরিচিত মুখ লেন্ডল সিমন্স এর আগেও বেশ কয়েকবার বিপিএল মাতিয়ে গেছেন। বিপিএলের সবশেষ আসরে তিনি খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। তবে এবার তাকে দেখা যাবে সিলেট সানরাইজার্সের জার্সিতে।


অন্যদিকে এবারই প্রথম বিপিএলে খেলবন ডেভন থমাস। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টি খেললেও সবধরণের টি-টোয়েন্টিতে ১০১ ম্যাচ খেলেছেন এই ৩২ বছর বয়সী ক্রিকেটার। রান করেছেন ১৩৯১।


এর আগে বিপিএল ড্রাফটে আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের সাথে শ্রীলঙ্কার কিপার-ব্যাটার দীনেশ চান্ডিমাল, ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটার কলিন ইনগ্রামকে দলে নিয়েছিলো সিলেট।


এরপর ড্রাফটে অবশ্য খুব বেশি চমক দেখাতে পারেনি সিলেট সানরাইজার্স। দেশিয় ক্রিকেটের পরিচিত মুখদের নিয়েই সাদামাটা দল গঠন করেছে তারা। যেখানে মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, মুক্তার আলী, এনামুল হক বিজয়দের দল ভিড়িয়েছিলো তারা।


সিলেট সানরাইজার্সের স্কোয়াডঃ


ড্রাফট থেকে: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, , নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।


সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, লেন্ডল সিমন্স ও ডেভন থমাস।