আন্তর্জাতিক ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে ম্যাচ শেষে জরিমানা ও নিষেধাজ্ঞার মতো শাস্তির বিধান রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিয়মটি পাল্টে এখন থেকে টি-২০ ফরম্যাটে নতুন নিয়ম চালু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
টি-২০তে স্লো ওভার রেটের কারণে এখন থেকে ম্যাচ চলার সময়ই শাস্তি পেতে হবে। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। ছেলে-মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিয়মটি চালু করা হয়েছে। এর পাশাপাশি নতুন প্লেয়িং কন্ডিশনে বাড়তি একটি পানি পানের বিরতিও রাখা হয়েছে।
আইসিসির প্লেয়িং কন্ডিশনের ১৩.৮ ধারায় স্লো ওভার রেটে শাস্তির নতুন নিয়মটি চালু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্ধারিত কিংবা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ফিল্ডিং দল ইনিংসের শেষ ওভারের প্রথম বল করার মতো অবস্থানে থাকবে।
ফিল্ডিং দল যদি এ অবস্থায় না থাকে তাহলে মাঠের আম্পায়ারের হস্তক্ষেপে তৎক্ষণাৎ শাস্তি পেতে হবে। শাস্তিটি হচ্ছে ইনিংসের বাকি সময়ে ফিল্ডিং দল ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে ফিল্ডিং করবে।
সুপারিশের ভিত্তিতে আইসিসি ক্রিকেট কমিটি নিয়মটি চালু করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত ‘হানড্রেড’ টুর্নামেন্টে নিয়মটি চালু করে সফল হওয়ার পর এবার আইসিসিও তা লুফে নিল।
৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম থাকলে ব্যাটসম্যানদের যে সুবিধা হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে ইনিংসে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওভারের কোটা শেষ করার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে স্লো ওভার রেটের নজির খুব কম নেই। মাঝেমধ্যেই দলগুলো এ জন্য শাস্তি পাচ্ছে।
আগামী ১৬ জানুয়ারি শুরু হতে যাওয়া ছেলেদের ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজ থেকে এ নিয়ম চালু হবে। মেয়েদের ক্রিকেটে নিয়মটি চালু হবে ১৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে।
এছাড়া বাড়তি পানি পানের বিরতি প্রসঙ্গে বলা হয়, প্রতি ইনিংসের মাঝপথে এই বিরতি রাখা হতে পারে। তবে সিরিজ শুরুর আগে দুই দলকে এ ব্যাপারে সম্মতি দিতে হবে। আড়াই মিনিট করে এই বিরতি চলবে।
গত টি-২০ বিশ্বকাপে এ নিয়ম চালু করলেও এখন থেকে প্রতিটি আন্তর্জাতিক টি-২০ সিরিজেই তা ব্যবহার করতে চায় আইসিসি।