কেনো ঐতিহাসিক জয়টি মনে রাখতে চান না মুমিনুল ?

ক্রিকেট দুনিয়া January 5, 2022 688
কেনো ঐতিহাসিক জয়টি মনে রাখতে চান না মুমিনুল ?

অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়ের সমস্ত কৃতিত্ব দলের সব সদস্যকে দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। তবে এই ঐতিহাসিক জয় মনে রাখতে চান না তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, জয়ে দলের সবার অবদান ছিল। ম্যাচটা জেতার জন্য সবাই মুখিয়ে ছিলাম। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে সবাই।


তিনি আরো বলেন, বোলাররাই মূলত ম্যাচটা জিতিয়েছে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে সঠিক জায়গায় বল করে গেছে। এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।


দুর্দান্ত জয়ের পরও পা মাটিতে রাখতে চান মুমিনুল। আপাতত এই জয় ভুলে দ্বিতীয় ও শেষ টেস্টটাও জিততে চান বাংলাদেশ দলপতি।


মুমিনুল বলেন, গত কিছু ম্যাচে আমরা ভালো খেলিনি। এই ম্যাচে আমাদের অনেক ভালো খেলতে হতো। এই জয়টার কথা আমাদের ভুলে যেতে হবে এবং ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।


নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।


৫ উইকেটে ১৪৭ রান নিয়ে শেষ দিন শুরু করা কিউইদের ইনিংস শেষ করতে এক ঘণ্টাও লাগেনি বাংলাদেশের। এরপর ৪০ রানের ছোট্ট লক্ষ্য তাড়ায় দুটি উইকেট হারাতে হয় বটে, জয়ের মাহাত্ম্য তাতে কমেনি একটুও।