জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক সফরটা স্বপ্নের মতো শুরু করেছিলেন ওপেনার ব্যাটার মাহমুদুল হাসান জয়। শুরুটা ভালো হলেও পেয়েছেন দুঃসংবাদ। নিউজিল্যান্ডে চোটে পড়েছেন মাহমুদুল হাসান জয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
জাতীয় দলের অভিষেকের পর নিজের প্রথম সফরে নিউজিল্যান্ডে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সেখানেই নিজের সামর্থ্যের পরিচয় দেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২২৮ বল মোকাবিলা করে ৭৮ রান করেন তিনি। এমন ব্যাটিংয়ের পর বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন তিনি। এর মধ্যেই হানা দিয়েছে ইনজুরি।
এ চোটের কারণে মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে মাঠে নামতে পারবেন না তিনি। এমন কি শেষ টেস্টেও তাকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
তিনি জানিয়েছেন, জয়কে ৭-১০ দিনের পর্যবেক্ষণে রাখা হবে। আর মাউন্ট মঙ্গানুই টেস্টের তিন দিন পরেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এ কারণেই দ্বিতীয় টেস্টে থাকছেন না তিনি।
মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পান মাহমুদুল হাসান জয়। তিন এবং চার নম্বর আঙ্গুলের মাঝে চোট পান। সেখানে তিনটি সেলাই পড়েছে।
এ বিষয়ে বায়েজিদুল ইসলাম বলেন, “আজ ফিল্ডিং করার সময় মাহমুদুল হাসান জয়ের ডান হাতের আঙুলে একটি ইনজুরি হয়েছে। তার তিন ও চার নম্বর আঙুলের মাঝে চোট লেগেছে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন, তিনি সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। যেসব ওষুধ দরকার, দিয়ে দেওয়া হয়েছে।”
ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তান সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় সিরিজে নিজের অভিষেক ম্যাচ খেলেন মাহমুদুল হাসান। তবে অভিষেক টেস্টে বলার মতো কিছু করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের জাত চেনান জয়।