কেমন হবে প্রথম টেস্টের স্কোয়াড জানালেন ডমিঙ্গো

ক্রিকেট দুনিয়া December 31, 2021 859
কেমন হবে প্রথম টেস্টের স্কোয়াড জানালেন ডমিঙ্গো

বাংলাদেশে ভোরের আলোর ফোটার আগেই শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদাপোশাকের মহারণে নামতে যাচ্ছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো নয়। তাদের বিপক্ষে নামার আগে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য খোলাসা করেৃছেন বিষয়টি। তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ গড়ার ভাবনা তার।


শুক্রবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ছকের কথা জানান ডমিঙ্গো। এ সময় দলের শক্তি-সম্ভাবনা নিয়েও কথা বলেছেন এই প্রোটিয়া কোচ। একাদশ নিয়ে ডমিঙ্গোর আভাস, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে স্পিননির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়তো ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সঙ্গে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’


শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর চারটায় মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে খেলাটি শুরু হবে। বাংলাদেশ নিউ জিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৯টি টেস্ট খেলে জয় পায়নি একটিতেও। আর বে ওভালে এই প্রথম সাদা পোশাকে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।


নিউ জিল্যান্ডের উইকেট পেস সহায়ক। স্পিনাররা উপমহাদেশে যেমন সুবিধা পেয়ে থাকেন, কিউইদের দেশে তেমন কল্পনাও করা যাবে না। বাংলাদেশ তেমন পরিকল্পনা করেই স্কোয়াড ঘোষণা করেছিল। দলে আছেন ৬ জন পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেনের সঙ্গে আছেন খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।


তবে উইকেট দেখে পেস ও স্পিন দুই বিভাগকে গুরুত্ব দিয়ে দল সাজানোর কথা বলেছেন ডমিঙ্গো, ‘এখনো উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব। তবে আশা করছি ভালো উইকেটই পাব। তবে হয়তো পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাব। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’


বাংলাদেশ দলে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিম চোটে আর সাকিব পারিবারিক কারণে খেলছেন না এই সিরিজ। তাদের অনুপস্থিতিতে তরুণদের জন্য ভালো সুযোগ দেখছেন ডমিঙ্গো।


বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়তো ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউ জিল্যান্ডে খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউ জিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’