জাতীয় দলে দ্বন্দ্ব অথচ বিপিএলে একই দলে রিয়াদ-তামিম

বিপিএল ২০২২ নিউজ December 27, 2021 744
জাতীয় দলে দ্বন্দ্ব অথচ বিপিএলে একই দলে রিয়াদ-তামিম

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সম্পর্ক ভালো নেই তামিম ইকবালের। পুরনো সেই ইস্যুতে এবার মুখ খুললেন তামিম ইকবাল।


বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম বলেন, দেখুন যদি ব্যাপারটা এমনই হতো তাহলে আমি আজকের নিলামে আসতাম না। ছোট একটা গল্প বলি তাহলেই আসা করি উত্তর পেয়ে যাবেন। আমাকে ঢাকার দলে রিয়াদ ভাই নিয়েছেন। দলে নেওয়ার পর রিয়াদ ভাই ফোন দিয়ে বললেন- ‘তুই একটু তাড়াতাড়ি আয়’। আমাদের মধ্যে যদি সম্পর্ক এতই খারাপ হতো তাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? (হাসি)।


বিপিএল অষ্টম আসরে ঢাকার হয়ে খেলবেন দেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইবাল ও জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


এই তিন তারকার মধ্যে বিপিএলে ঢাকাকে কে নেতৃত্ব দেবেন? এমন এক প্রশ্নের জবাবে দেশসেরা ওপেনার তামিম বলেন, অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্নই আসার কথা না। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ ভাই এবং তিনিই দলকে নেতৃত্ব দেবেন। আমাদের কাজ হলো উনাকে যতটুকু সম্ভব হেল্প করা।