নির্বাচনের তিন মাস পর স্ট্যান্ডিং কমিটি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এতে বহুল আলোচিত ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব পেয়েছেন গত দুই মেয়াদে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জালাল ইউনুস। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়ে জালাল জানিয়েছেন, ক্রিকেটের উন্নতির জন্য যা কিছু করা দরকার তা-ই করবেন তিনি। এজন্য কোন ছাড় দেবেন না, `ক্রিকেটের উন্নতির জন্য যা কিছু করার দরকার তা আমি করার চেষ্টা করবো। আমার উদ্দেশ্য হল ক্রিকেটকে সঠিক পথে দেখানো।’
বেশ কদিন ধরে দেশের ক্রিকেটে আলোচনায় বিসিবির পরিচালনা বিভাগ। পারিবারিক সিদ্ধান্তে আগের দুই মেয়াদে দায়িত্ব পালন করা আকরাম খান সরে দাঁড়ানোর কথা জানালে শুরু হয় জল্পনা-কল্পনা। এ বিষয়ে মুখ খুলতে হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও। অবশেষে দায়িত্ব এসে পড়ল জালাল ইউনুসের কাঁধে। আকরাম হয়েছেন ফ্যাসিলিটি ম্যানেজম্যান্টের প্রধান। পরিচালনা বিভাগ ছাড়াও মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস।
পরিচালনা বিভাগের দায়িত্ব দেওয়ায় বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘অসংখ্য ধন্যবাদ বোর্ড সভাপতিকে। উনি আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আমাকে মিডিয়া থেকে সরাতে চাননি, বলেছেন মিডিয়া থাকতে হবে, তাই ভাইস চেয়ারম্যান হিসেবে রেখেছেন।’
‘বিসিবির ক্রিকেট পরিচালনা খুবই শক্তিশালী একটা বিভাগ, এখানে অনেক গুরু দায়িত্ব। আমি সবার সমর্থন আশা করি। সাবেক ক্রিকেটার হিসেবে হয়ত আমার এখানে কোন সমস্যা হবে না টেকনিক্যালি। কিন্তু এখানে অনেক বিষয় আছে, এখন ক্রিকেটে ক্রান্তিকাল চলছে। তবুও আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি যথাসাধ্য পালন করার চেষ্টা করবো।’
দায়িত্ব পেয়েই বসে থাকবেন না জালাল ইউনুস। জানিয়ে দিয়েছেন কি নিয়ে কাজ শুরু করবেন, ‘পরিচালনা বিভাগের প্রথম কাজ জাতীয় দলকে নিয়ে। আমি জাতীয় দলের ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য। এখানে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি সুস্থ পরিবেশ আসে সেটাই হবে সঠিক ট্র্যাক।’
এ জন্য কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হলে সেটাও নেবেন তিনি, ‘ক্রিকেটের স্বার্থে যে কোন পদক্ষেপ নেয়ার সেটা আমি নেব। কিন্তু অনেক সময় হয় যে, পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই আমি শুধু সঠিক দিকে আনার চেষ্টা করবো। এখানে সামান্য কিছুর জন্য ভুল বোঝাবুঝি হয়। যদি সেগুলো আমরা ওভার কাম করতে পারি তাহলে কোন সমস্যা হবে না আশা করি।’