শুধু ভারতীয়দের জন্য একটি হোটেলের পুরোটা ভাড়া করবে দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া December 22, 2021 455
শুধু ভারতীয়দের জন্য একটি হোটেলের পুরোটা ভাড়া করবে দক্ষিণ আফ্রিকা

নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড-১৯। ফলে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন সিরিজটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


ভারতীয় দল ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে যদি করোনা পরিস্থিতির অবনতি হয় আর সীমান্ত বন্ধ করে দেয় সরকার, তবু সফরকারিদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে নিশ্চয়তা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।


করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকাও করোনার এই নতুন ঢেউ নিয়ে শঙ্কিত। ভারতের বিপক্ষে সিরিজটি তারা ‌‘ক্লোজ ডোর’ বা দর্শকবিহীন গ্যালারি নিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তারপরও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে চাইলে ভারতীয় দল দ্রুত দেশে ফিরে আসতে পারবে। দক্ষিণ আফ্রিকা সরকার সে অনুমতি দিয়ে রেখেছে আগেভাগেই। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. শোয়েব মাজরা নিশ্চিত করেছেন এই তথ্য।


এদিকে ভারতীয় দল ও কোচিং স্টাফদের জন্য ‘ইরেন কাউন্ট্রি লজ’ নামে একটি হোটেলের পুরোটা ভাড়া নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এখানে বাইরের কোনো মানুষের প্রবেশাধিকার এমনকি খাবার আনারও অনুমতি নেই। হোটেলের ভেতরে থাকা খেলোয়াড়-স্টাফদের নিয়মিত করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।


শোয়েব জানিয়েছেন, ভারতীয় দল বা ম্যানেজম্যান্টের কোনো সদস্য করোনা পজিটিভ হিসেবে ধরা পড়লে ওই হোটেলেই তাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হবে। সবরকম বিকল্প ভাবনা বা ব্যবস্থা রেখেই এগিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যে কোনোভাবেই হোক সিরিজটি ভালোভাবে শেষ করতে চায় তারা।