আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের, পিএসএল, আগামী আসরে লাহোর কালান্দার্সের নেতৃত্ব দিবেন বাঁহাতি এ পেসার। সম্প্রতি এ দায়িত্ব পেয়েছেন তিনি।
লাহোরের অধিনায়কত্ব পাওয়ার পরই শাহীন আফ্রিদিকে প্রশ্ন করা হয়েছিল, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে কে ভালো অধিনায়ক? তরুণ পেসার অধিনায়কত্বের পাল্লায় বাবরের চেয়ে রিজওয়ানকেই এগিয়ে রাখলেন।
এমন পছন্দের কারণটাও জানিয়েছেন শাহীন আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমি রিজওয়ানের ব্যক্তিত্ব পছন্দ করি। আমি খাইবার পাখতুনখাওয়ার থেকে ঘরোয়া প্রতিযোগিতা খেলা শুরু করেছি। আমি তাকে সেরা হিসেবে মূল্যায়ন করব। যেহেতু বাবর জাতীয় দলের হয়ে দুর্দান্ত কাজ করছে তাই তাকে দুইয়ে রাখব।’
তবে ব্যাটসম্যান হিসেবে বাবরকেই এগিয়ে রাখছেন শাহীন আফ্রিদি। তার পছন্দের ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক। বাঁহাতি এই পেসার বলেন, ‘বাবর আজম আমার প্রিয় ব্যাটসম্যান এবং এক নম্বর ব্যাটসম্যান। জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে দারুণ কাজ করছে এবং তার অধীনে আমরা অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছি।’
২০১৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান বাবর। তার নেতৃত্বে ৪০ ম্যাচে ২৬টি জয় পেয়েছে পাকিস্তান, হেরেছে ৯টি ম্যাচ। ওয়ানডেতে অধিনায়ক বাবর ৯ ম্যাচের ৪টিই জিতেছেন। টেস্টে একটি ম্যাচ হারলেও তার অধিনায়কত্বে সাতটি ম্যাচ জিতেছে পাকিস্তান।