করোনায় বাতিল হচ্ছে পাকিস্তান-উইন্ডিজ সিরিজ

ক্রিকেট দুনিয়া December 16, 2021 551
করোনায় বাতিল হচ্ছে পাকিস্তান-উইন্ডিজ সিরিজ

সীমিত ওভারের দুই সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের নিরাপত্তা দিতে করাচিতে মোতায়েন করা হয়েছে কমান্ডো, পুলিশসহ আরও বেশ কয়েকটি সংস্থার প্রায় ৪ হাজার নিরাপত্তাকর্মী।


কিন্তু নিরাপত্তাকর্মী দিয়ে অপ্রীতিকর ঘটনা এড়ানো গেলেও উইন্ডিজের পাকিস্তান সফর মাঝপথে শঙ্কায় ফেলে দিয়েছে করোনা। ইতোমধ্যে সফরকারী দলের নতুন করে পাঁচজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

যার ফলে পণ্ড হওয়ার সম্ভাবনা বাড়ছে দুই দলের তিন টি-টোয়েন্টি ও সমান ওয়ানডে সিরিজ। অবশ্য ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলে ফেলেছে দুই দল।


সফর বাতিল করবে কিনা তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।


সিডব্লিউআই এক বিবৃতিতে জানায়, করাচিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুর আগে এই সফর চালিয়ে যাওয়া হবে কী না তা নিয়ে বোর্ড সভা হতে পারে।


বুধবার নতুন করে সফরে থাকা উইন্ডিজ দলের করোনা আক্রান্ত হয়েছেন উইকেটরক্ষক শাই হোপ, স্পিনার আকিল হোসেন ও অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। এছাড়া সহকারী কোচ রোডি ইস্টউইক ও ফিজিশিয়ান অক্ষয় মানসিংয়ের কভিড রিপোর্ট পজিটিভ আসে।


এর আগে, বায়োবাবলে থাকার পরও সিরিজ শুরুর একদিন আগে তিন ক্যারিবিয়ান ক্রিকেটারসহ মোট চারজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। সেই তিন ক্রিকেটার হলেন— শেলডন কটরেল, রোস্টন চেজ, কাইল মায়ার্স।


নিরাপত্তার কারণে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। এর পরপরই সফর বাতিল করে ইংল্যান্ড। যার ফলে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষ্যে করাচিতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।


১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।