চট্টগ্রাম টেস্টে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিলেন লিটন দাস, এগিয়েছিলেন তাইজুলও। মিরপুর টেস্টে অবশ্য ব্যক্তিগত অর্জনও ছিল না তেমন কারও। এর মধ্যেই খানিকটা এগিয়েছেন সাকিব আল হাসান, অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন চারে।
গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স যাচ্ছেতাই। মিরপুরে প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করার সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় ৩৯ থেকে ৩৫ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। সেই সঙ্গে এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকায়ও, উঠে এসেছেন চারে। রবীন্দ্র জাদেজা উঠে এসেছেন তিনে, দুই ধাপ নেমে পাঁচ চলে গেছেন বেন স্টোকস। রবীচন্দ্রন অশ্বিন আছেন দুইয়ে, আর সবার ওপরে আছেন জেসন হোল্ডার।
ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন মারনাস লাবুশেইন, আর শাহীন শাহ আফ্রিদি উঠে এসেছেন তিনে।